E-Library
আমাদের রবিতীর্থের গ্রন্থাগার প্রকৃতপক্ষেই A Haven of Knowledge - জ্ঞানের আশ্রয়স্থল; যেখানে জ্ঞান তৃষ্ণার শান্তি লাভ ঘটে। আমাদের নবাগতা শিক্ষিকা শ্বেতা ভট্টাচার্য আজ লোকমাতা নিবেদিতা পাঠকক্ষে Library Class নিচ্ছিলেন। তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী ক্লাস। সম্প্রতি লাইব্রেরীতে ডিজিটাল কর্ণার বা E-Library চালু হয়েছে। দেখলাম শিক্ষিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে E-Library ব্যবহার করে ছাত্রছাত্রীদের পরিচালনা করছেন। একে একে একজন করে শিক্ষার্থী গল্পের একটি অংশ পড়ছিল। অন্যান্যরা চোখ বুজে গল্পের বিষয়বস্তু আত্মস্থ করছিল। মাঝে মাঝে গল্পের অংশ বিশেষ থেকে শিক্ষিকা প্রশ্ন করে জানতে চাইছিলেন গল্পটির কোনও বিষয় বা তথ্য, যা পড়া হয়েছে। শিক্ষার্থীরা চোখ বুজে মন দিয়ে শুনছে দেখলাম। ছাত্র-ছাত্রীদের দুটি মৌলিক দক্ষতার অনুশীলন খুব সুপরিকল্পিতভাবে শিক্ষিকা পরিচালনা করছিলেন:
১) Reading Skill.
২) Listening Skill.
লাইব্রেরী ক্লাসেও Target Skill অনুশীলন এ ভাবে পরিচালনা করা যায় তা ম্যাডাম দেখিয়ে দিলেন।