OUR BEST WISHES TO ALL THE STUDENTS MADE A BRIGHT RESULT IN MADHYAMIK & H.S. *** CONGRATULATION TO DEBJYOTI CHATTERJEE RANKED 14TH IN H.S. IN WEST BENGAL AND THEN RANKED 783 [99.96%] IN NEET- 2025 IN ALL OVER INDIA.

Vivekananda Sports Academy

দাবা প্রশিক্ষণঃ

আগামী জুলাই মাস থেকে বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ে দাবা প্রশিক্ষণ শুরু হতে চলেছে।

 

এবং আগামী ২৯শে জুন দাবা প্রশিক্ষণের একটি কমপ্লিমেন্টারি ক্লাস হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাতে অংশ নিতে পারবে। CHESS প্রশিক্ষণের ADMISSION চলছে।

 

 

 

 


বিশ্ব যোগ দিবসঃ

অঞ্চলের ছেলেমেয়েদের সার্বিক বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত শরীর চর্চা, খেলাধুলার আনন্দ ও দক্ষতা। এই লক্ষ্যে সংগঠিত হয়েছে বিবেকানন্দ স্পোর্টস একাডেমি। বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়, বিবেকানন্দ সংগঠন ও ডাঃ শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। এই ছাতার তলায় ইতিমধ্যে শুরু হয়েছে ফুটবল, আথলেটিক্স, যোগা। এর আগেই ক্রিকেট এবং ক্যারাটে চলছিল। আজ বিশ্ব যোগা দিবসে সকল বিভাগের ছাত্রছাত্রীরা যোগা প্রশিক্ষণে সামিল হয়েছে।